চকরিয়া উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব এর মত বিনিময় সভা সম্পন্ন

এম,জুনাইদ উদ্দিন
প্রকাশিত: ০১:৫৩ পিএম, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮ | ৫৮১
চকরিয়া উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব এর মত বিনিময় সভা সম্পন্ন হয়েছে। ৫ ডিসেম্বর বুধবার চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহায়, চকরিয়া উপজেলার নির্বাহী অফিসার নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ের উপসচিব রোকসানা তারান্নুম। 
 
ঐদিন সকাল ১০ ঘটিকার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ের উপসচিব রোকসানা তারান্নুম বলেন, বর্তমান বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তির যুগ। এইসময়ে অন্যান্য যুগের চাইতে বিজ্ঞান শিক্ষার্থীরা অনেক এগিয়ে।
 
বর্তমান দেশের বিভিন্ন বিজ্ঞান মেলার অভিজ্ঞতা তুলে ধরে প্রধান অতিথি বলেন, বিজ্ঞান মেলায় অংশগ্রহণ কারী কোমলমতি ছাত্র ছাত্রীদের অভাবনীয় সাফল্য দেখে নিজেকে গর্ববোধ করি। খুদে শিক্ষার্থীদের সাফল্য দেখে অন্যান্য শিক্ষার্থীরাও বিজ্ঞানের সাফল্যে এগিয়ে আসুক শিক্ষক অভিভাবক ও ছাত্র ছাত্রীদের একমাত্র চাওয়া। প্রধান অতিথি উপস্থিত শিক্ষকদের গঠনমূলক আলোচনা শুনে বলেন, আমি এই চকরিয়ায় এসে জানতে পারলাম শিক্ষকদের ভালবাসা ও সহযোগিতায় ছাত্র ছাত্রীরা বিজ্ঞান বিভাগ নিতে আগ্রহী হয়ে ওঠে এবং সাফল্যের দ্বারে পৌছায়।
 
পরে প্রধান অতিথি চকরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগে ছাত্র ছাত্রীর বাড়ানোর ব্যাপারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন বলেন উপস্থিত শিক্ষক শিক্ষিকাগণকে আশ্বাস দেন। 
 
উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব এর মত বিনিময় সভায় চকরিয়া উপজেলার বিভিন্ন কলেজ মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ের প্রধান ও সহকারী বিজ্ঞান শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন