যমুনায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার


টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনায় পিকনিক শেষে গোসলে নেমে নিখোঁজের একদিন পর শরিফুল ইসলাম শরিফ (১৫) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই ছাত্রের মরদেহটি উদ্ধার করে। মৃত শরিফ উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। সে ঘাটাইল উপজেলার আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার গাবসারা ইউনিয়নের যমুনা নদীর ভদ্রশিমুল অংশ থেকেই ওই স্কুল ছাত্রের মরদেহটি উদ্ধার করেছে স্থানীয়রা ও ভূঞাপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে ওই মরদেহ উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গতকাল সোমবার (১১ জুলাই) ঈদ উপলক্ষে গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামের কয়েকজন বন্ধু মিলে যমুনা নদীতে নৌকাযোগে পিকনিকে যায়। পিকনিক শেষে রাতে বাড়ি ফেরার পথে চরাঞ্চলের ভদ্রশিমুল এলাকায় পৌঁছালে পিকনিকের নৌকা দাঁড় করিয়ে শরিফ ও তার বন্ধুরা নদীর পানিতে গোসল করতে থাকে। এক পর্যায়ে শরিফ পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরিবারের লোকজনও ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি কওে ব্যর্থ হন। নিখোঁজের একদিন পর ওই ছাত্রের মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসকর্মীরা।