মির্জাপুরে বিএনপির ১৩ কর্মী ২ দিনের রিমান্ডে


টাঙ্গাইলের মির্জাপুরে নাশকতার চেষ্টা, মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে গ্রেফতারকৃত বিএনপির ১৫ নেতাকর্মীর মধ্যে ১৩ জনকে দুইদিনের রিমান্ডে এনেছে মির্জাপুর থানা পুলিশ। রোবববার বিকেলে তাদেরকে রিমান্ডে আনা হয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে বানাইল ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক সোহেল মিয়া, যুবদল নেতা সোহেল রানা, লেহাজ উদ্দিন, কামাল হোসেন, রুবেল মিয়া, কে এম তুষার, শাহিন খান, ফরিদ হোসেন, ময়নাল খান, সজিব খান, রাজিব খান, রিপন মিয়া, সাইদুর মিয়া, ছাত্রদল নেতা শাহিন মৃধা ও সজল মিয়া।
শনিবার যুবদলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সদরে আসে।সকাল দশটার দিকে ঢাক- টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকা থেকে ১৫ জনকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা নাশকতার চেষ্টা, মহাসড়কে প্রতিবন্ধকতা এবং পুলিশের কাজে বাধা প্রদান করছিল বলে পুলিশ জানায়।
রোববার সকালে যাচায় বাছায় শেষে ময়নাল খান ও সজিব খানকে বাদ দিয়ে বাকি ১৩ জনকে টাঙ্গাইল আদালতে হাজির করে ৫দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিকেলেই তাদেরকে রিমান্ডে আনা হয়েছে বলে মামলার তদন্তকারি কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান মুন্সি জানান।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক বলেন গ্রেফতারকৃতদের কোন রাজনৈতিক পরিচয় জানা নেই। তারা মির্জাপুর বাইপাসে নাশকতার চেষ্টা, প্রতিবন্ধকতা এবং পুলিশের কাজে বাধা প্রদান করছিল। আদালতের মাধ্যমে তাদের ২ দিনের রিমান্ডে আনা হয়েছে।