জীবীকার একমাত্র অবলম্বন চুরি, অর্ধাহারে দিন কাটে হাবি মন্ডলের


ঝিনাইদহের হলিধানী বাজার থেকে গত এক বছরে ১৮টি মটরসাইকেল চুরি হওয়ার খবরটি ভাইরাল হওয়ার একদিন পর আবারো চুরি হয়েছে একটি ব্যাটারি চালিত ভ্যান।
চোরেরা দিনে দুপুরে চোখে ধুলা দিয়ে জীবীকার একমাত্র বাহনটি নিয়ে পালিয়ে যায়। ভ্যানটি সদর উপজেলার সাগান্না গ্রামের হতদরিদ্র হাবিবুর রহমান ওরফে হাবি মন্ডলের। ব্যাটারি চালিত ভ্যানটি হারিয়ে বড়ই অসহায় হয়ে পড়েছেন হাবিবুর রহমান। তিনি এখন অর্ধাহারে দিন কাটাচ্ছেন। ব্র্যাক থেকে ঋন নিয়ে তিনি এই ভ্যানটি ক্রয় করেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত শুক্রবার হাবিবুর রহমান ভ্যান রেখে বাজারে যায়। এসে দেখেন ভ্যানটি আগের স্থানে নেই। বহু খোঁজ করেও ভ্যানটি পাননি তিনি।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ হলিধানী বাজার এলাকায় একটি শক্তিশালী চোর চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় থাকলেও তাদের কেশাগ্র কেও স্পর্শ করতে পারেনি।
এই চক্রটি বাজারের কাপড় ব্যবসায়ী মনোয়ার হোসেন দিপুর মটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তির ১৮টি মটরসাইকেল চুরি করেছে। হাবি মন্ডলকে কেও সহায়তা করতে চাইলে ০১৭১২-৩৭১১৮৪ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।