দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে দেলদুয়ারে জাতীয় পার্টির মানববন্ধন

দেলদুয়ার প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, বুধবার, ২৩ মার্চ ২০২২ | ৫৫৮

টাঙ্গাইলের দেলদুয়ারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন উর্দ্ধগতির প্রতিবাদে উপজেলা জাতীয় পার্টি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। 

বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে  মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. সবদের আলী মিয়া ও মো. আব্দুল আউয়াল তালুকদার।

এ সময় উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. ছোবহান আলী মীর, প্রচার সম্পাদক এইচ.এম. জিহাদ, যুবসংহতির উপজেলা সভাপতি মো. ফারুক তালুকদার, উপজেলা তরুন পার্টির সভাপতি মো. আল আমিন হোসেন আবির, জাতীয় পার্টির সদর ইউপি সভাপতি মো. মজিদ মিয়া, সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম খান, লাউহাটী ইউপি সভাপতি মো. জাহিদ মিয়া, ডুবাইল ইউপি সভাপতি মো. বাদশা মিয়া সহ জাতীয় পাটির ২ শতাধিক নারী কর্মী উপস্থিত ছিলেন।