নাটোরে শ্বাশুরী-শ্যালিকাকে কুপিয়ে জখম

নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৮ পিএম, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮ | ৪৫৮

নাটোরের গুরুদাসপুরে শ্বাশুরী ও শ্যালিকাকে কুপিয়ে জখম করেছে জামাই কসাই আবু সাঈদ (৪০)।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর সদরের খামারনাচকৈড় খোয়ারপাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে। জানা গেছে, তালাকপ্রাপ্ত মেয়ে সুমি খাতুন (২৫) ওই মহল্লায় তার বাবা ছাবিদুল ইলামের (৫৫) বাড়ীতে থাকে।

সুমির দুলাভাই খামারনাচকৈড় মহল্লার আক্কাছ আলী প্রামানিকের ছেলে লম্পট সাঈদ বিভিন্ন সময় ওই শ্যালিকাকে কুপ্রস্তাব দেয়। তাছাড়া জোড়পুর্বক শ্বাশুরীর জমি দখল করায় তাদের মধ্যে বিরোধ শুরু হয়।

ঘটনার দিন জমির ওযুহাতে তাদের বাড়ীতে গিয়ে খারাপ উদ্দেশ্যে শ্যালীকার সাথে জোড়াজুড়ির এক পর্যায়ে শ্বাশুরী এসে বাঁধা দেয়। জামাই ক্ষিপ্ত হয়ে শ্যালীকা ও শ্বাশুরীকে কুপিয়ে জখম করে। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মা-মেয়ে হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।

আহত সুমি খাতুন জানান, তিন বছর ধরে তালাকপ্রাপ্ত হয়ে তিনি বাবার বাড়ীতে থাকে। এরপর থেকে তার দুলাভাই আবু সাঈদ তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। ঘটনার দিন তাকে জোড়পুর্বক ধর্ষনের চেষ্টা করে। তার চিৎকারে তার মা এগিয়ে এলে তার মাসহ তাকে কুপিয়ে জখম করে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, বিষয়টি শুনেছি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ফিরোজ আহমেদ/