সখীপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংক উদ্বোধন

সখীপুর (টাঙ্গাইল)সংবাদদাতা
প্রকাশিত: ০৪:০১ পিএম, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮ | ৮৫৪

টাঙ্গাইলের সখীপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১১৯ তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তক্তারচালা বাজারে এ ব্যাংক উদ্বোধন করা হয়। শাহ্জালাল ব্যাংক লিমিটেড’র উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের বিনিয়োগ বিভাগের প্রধান মো. মাহমুদুল হক, সেবা বিভাগের প্রধান মাহবুবুর রশিদ, ব্যাংকের জনসংযোগ ও ফাইন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা, টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক মো. আব্দুল খালেক, নতুন শাখার ব্যবস্থাপক কে এম কামাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নবীন হোসেন, সরকারি মুজিব কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।