ভূঞাপুরে অগ্নিকান্ডে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮ | ৪৪৬

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সোমবার ২৬ নভেম্বর সন্ধারাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জানা যায়, গরুর গোয়ালে দেয়া কয়েলের আগুন থেকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মুহুতের মধ্যে তা নুরুল ইসলাম এবং লালচাঁনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় আগুনে ২টি ঘর, ৪ টি গরু, ৬টি ছাগল পুড়ে মারা যায় এবং ঘরের মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। নুরুল ইসলাম এবং লালচান বলেন, এ অগ্নিকান্ডে আমাদের প্রায় ৬লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যপারে গাবসারা ইউপি চেয়ারম্যান বলেন, অগ্নিকান্ডের বিষয়টি খুবই দুঃখ্যজনক। সরকারি অনুদানের প্রয়োজনীয় ব্যবস্থা অগ্রগতির জন্য আমি তৎপর।