হলি আর্টিজান হামলায় সংশ্লিষ্ট জেএমবি নেতা রেজা গ্রেফতার

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ এএম, রোববার, ২০ জানুয়ারী ২০১৯ | ৫১৬

হলি আর্টিজান হামলার অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী হিসেবে অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ’র (জেএমবি) শুরা সদস্য মো. মামুনুর রশিদ ওরফে রেজাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ঢাকামুখি একটি বাস থেকে তাকে আটক করা হয়।

বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান জানিয়েছেন, র‌্যাবের একটি অভিযানে গাজীপুর থেকে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী এবং ওই হামলায় চার্জশিটভুক্ত আসামি জেএমবির অন্যতম শুরা সদস্য মো. মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজাকে শনিবার দিবাগত রাত একটার দিকে গ্রেপ্তার হয়।

ঢাকাগামী বাস থেকে আটকের সময় তার কাছ থেকে নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের তথ্যকেন্দ্রে প্রেস ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন মুফতি মাহমুদ খান।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ১ জুলাই রাতভর জিম্মি করে রেখে জঙ্গিরা দুই পুলিশ কর্মকর্তা, ৯ ইতালীয়, ৭ জাপানি, এক ভারতীয় ও এক মার্কিন নাগরিককে হত্যা করেছিল।