কালিহাতীতে হালিম পীরের আস্তানায় ভন্ডামীর অভিযোগ

শুভ্র মজুমদার
প্রকাশিত: ০২:০৬ পিএম, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮ | ৫৩৮

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হরিপুর গ্রামের আব্দুল হালিম নামের এক পীরের আস্তানায় ভন্ডামীর অভিযোগ উঠেছে।

অভিযোগকারী জুরান আলী খান জানান, আব্দুল হালিম নিজেকে পীরে কামেল হযরত আব্দুল কাদের শাহ্ এর শিষ্য ও খেলাফত প্রাপ্ত হিসেবে নিজেকে পীর দাবী করেন। আহলে বায়াতের নামে বিভিন্ন লোকজনকে বায়াত দিয়া আসিতেছে।

কিন্তু পীরে কামেল হযরত আব্দুল কাদের শাহ্ তাহাকে কোন প্রকার লিখিত বা মৌখিক খেলাফত প্রদান করে নাই। যাহা প্রতারণা ও ভন্ডামীর শামিল। প্রতারক হালিম প্রতি রাতে তথা কথিত তালিমের নামে তাহার নিজ বাড়ীতে সহজ সরল মানুষদেরকে নানা ধরণের চিকিৎসার নামে ঝার ফুক দিয়ে থাকে।

মানসা হিসেবে নগদ অর্থ ও অনুষ্ঠানের নামে ছাগল খাসি সিন্নি ছালাফত বাধ্যতামূলক ভাবে আদায় করে। প্রতারক হালিম পীরে কামেল হযরত আব্দুল কাদের শাহ্ এর খলিফা হিসেবে নিজেকে জাহির করিয়া বিভিন্ন ধরণের অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।

প্রয়াত পীরে কামেল হযরত আব্দুল কাদের শাহ্ পীর সাহেবের মানের এবং তার দরবারের ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। তাই আমি পীরে কামেল হযরত আব্দুল কাদের শাহ্ এর একজন খেলাফত প্রাপ্ত হইয়া ওই ভন্ড পীরের আস্থানায় অনৈতিক ও অসামাজিক কার্যক্রম বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসার, কালিহাতী থানা, কালিহাতী প্রেসক্লাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরাবর লিখিত আবেদন করেছি।

আব্দুল হালিম বর্তমানে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র নার্স হিসেবে কর্মরত আছেন। এব্যাপারে আব্দুল হালিমের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে এ বিষয়গুলো মিথ্যা।