নাগরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পশুসহ বসত বাড়ির ক্ষয়ক্ষতি


টাঙ্গাইলের নাগরপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে গবাদি পশুসহ একটি বসত বাড়ি সম্পুর্ন ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে।
শনিবার দিবাগত রাতে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের আউটপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার গভীর রাতে আউটপাড়া গ্রামের অবসর প্রাপ্ত পোষ্ট মাষ্টার সাখাওয়াত হোসেনের বাড়ির গোয়াল ঘরে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। এতে গোয়লঘরে থাকা একটি গবাদি পশুসহ সম্পুর্ন ঘর ভস্মিভূত হয়। পরে আগুনের লেলিহান শিখা বসত বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির লোকজনের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় ওই বাড়ির চারটি ঘর। এদিকে আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকায় ঘরের মালামাল কিছুই বের করা যায়নি বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্র জানায়।
নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. নাসিম রেজা জানান, দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়। কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডে সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করেন তিনি।