নাগরপুরে সিএনজি শ্রমিকদের আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরন

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, রোববার, ২৫ নভেম্বর ২০১৮ | ৪৪১

টাঙ্গাইলের নাগরপুরে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের নৌকার কান্ডারী হতে দলীয় মনোনয়ন পেয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু।

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউ এ অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চুড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

এ খবর পেয়ে আটোরিক্সা আটোটেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখা এক আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ন্য সড়ক প্রদক্ষিন করে।পরে সদর বাসষ্টান্ডে শ্রমিকদের মাঝে মিষ্টি বিতরন করে।

এ সময় উপস্থিত ছিলেন আটোরিক্সা আটোটেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্টাতা সভাপতি রফি আহাম্মেদ পলান, সাবেক সভাপতি মিজানুর রহমান বিদ্যু,সাবেক সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন,শ্রমিকনেতা সোহাগ,সেন্টু, সোহেল,শাহীন,আব্দুল হাই,ইব্রহীম ,আবু সাইদ. কাইযুম,সোনা মিয়া,হাবিব, সবুর,সিরাজ,জাকির,দুলাল,জব্বার, হোসেন,মনিরসহ আটোরিক্সা আটোটেম্পু সিএনজির সকল শ্রমিক বৃন্দ।

শ্রমিকনেতারা শুভেচ্ছা জানিয়ে আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করে আসনটি শেখ হাসিনাকে উপহার দেওয়ার আহবান জানান।