মির্জাপুরে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, রোববার, ২৫ নভেম্বর ২০১৮ | ৪৮২

টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অজ্ঞাত পরিচয় (৩২) এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে। রবিবার বিকেলে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামের ধান ক্ষেত থেকে অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বাইমাইল গ্রামের ছবুর মুন্সি নামে এক কৃষক ধান ক্ষেতে বিকেলে নাড়া পরিস্কার করতে যান। এ সময় বোরকা পরিহিত ওই নারীর মৃতদেহ দেখতে পান।

পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে সন্ধায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, ৪/৫ দিন আগে কে বা কারা অজ্ঞাত পরিচয় ওই নারীকে হত্যার পর মরদেহ সেখানে ফেলে যায়। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।