নারুয়া বাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮ | ৪৪৮

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে ২ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
গতকাল সোমবার দুপুরে নারুয়া বাজারে নান্নু এন্ড ব্রাদার্স ও সিমেন্ট ব্যবসায়ী মুক্তার হোসেনের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন।

অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রন আইন ১৯৫৬ এর ৬ ধারায় নান্নু এন্ড ব্রাদার্সের মালিক আলতাফ হোসেন নান্নুকে ২ হাজার ৫শত টাকা ও সিমেন্ট ব্যবসায়ী মুক্তার হোসেনকে ৫ শত টাকা জরিমানা আদায় করেন।

এসআই হিরন চন্দ্র বিশ্বাসের নেতেৃত্বে বালিয়াকান্দি থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন।