টাঙ্গাইল-৭

শিশুদের মধ্যেও শুরু হয়েছে নির্বাচনী আমেজ

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৫ পিএম, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮ | ৪৫৯

টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় শিশুদের মধ্যেও নির্বাচনী আমেজ শুরু হয়েছে। বয়স্করা নির্বাচনী প্রচারনায় ব্যস্ত থাকলেও শিশুদের ব্যস্ততায় রয়েছে ভিন্ন রুপ। মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে সেই চিত্র দেখা গেছে।

নির্বাচন মানে উৎসব, নির্বাচন মানে দিন রাত ব্যস্ততা মধ্যে সময় অতিবাহিত করা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই এই আসনে শুরু হয়ে গেছে প্রার্থী রাজনৈতিক দলের এবং প্রার্থীর সমর্থকদের মধ্যে এক অন্য রকম উৎসবের আমেজ। গ্রামে গ্রামে শুরু হয় মাইকিং, মিছিল, মিটিং, পোষ্টারিং সহ নানা ধরনের প্রচারনা।

নির্বাাচনী প্রচারনা শুরু হবার পর বিভিন্ন দলের প্রার্থীর পক্ষে এলাকার প্র্যত্যন্ত অঞ্চলে চলছে মাইকিং। মাইকের শব্দ পেলেই বিশেষ করে গ্রাম এলাকার ছোট ছোট শিশুরা লিফরেট ও পোষ্টারের জন্য পেছন পেছেন ছুটতে থাকে। হাতে একটি দুটি লিফলেট বা পোষ্টার পেলেই আনন্দে মেতে উঠে। তাদের কাছে দল বা প্রার্থী বড় নয়, একসাথে অনেক লিফলেট ও পোষ্টার সংগ্রহ করবে এটাই তাদের লক্ষ থাকে।

বিভিন্ন এলাকায় পথসভা এবং নির্বাচনী সভা হলেই বড়দের পাশাপাশি শিশুরাও সেখানে ভির জমায়। তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় লিফলেট এবং পোষ্টার সংগ্রহের। শিশুদের এভাবে লিফলেট ও পোষ্টার সংগ্রহের প্রতিযোগিতা নির্বাচনী প্রচারনায় থাকা নেতাকর্মী এবং প্রার্থীর সমর্থকরাও বেশ উপভোগ করে থাকে।

লিফলেট ও পোষ্টার সংগ্রহ করে আবার শিশুদের মধ্যেও মাঝে মাঝে প্রচারনার কাজ শুরু হয়ে যায়।তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে থাকে নির্বাচন নিয়ে। নির্বাচন সম্পর্কে শিশুদের কোন ধারনা না থাকলেও বিভিন্ন প্রতীক সম্পর্কে তার বিভিন্ন মন্তব্য করে বেশ আনন্দ উপভোগ করে থাকে। শিশুদের এমন নির্বাচনী আমেজ দেখে বড়রা বেশ আনন্দিত হয়।