মির্জাপুরে গাজাসহ গ্রেপ্তার ২


টাঙ্গাইলের মির্জাপুরে ৬০ কেজি গাজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার বহনকারী ট্রাক আটক করেছে র্যাব ১২।
শনিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ধেরুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষিরা জেলার কলারোয়া ্উপজেলার কোমরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ট্রাক চালক জাহাঙ্গীর আলম (৩০) ও একই জেলার সদর উপজেলার গোবিন্দগারি গ্রামের মুনসুর আলী কারীগরের ছেলে ট্রাকের হেলপার রবিউল কারীগর (৫০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১২ এর সদস্যরা সহকারী পুলিশ সুপার (অবস এ্যান্ড এ্যাডজোটেন্ড অফিসার) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বেলা বারটার দিকে মহসড়কের ওই স্থানে অবস্থান নেয়।
এসময় ব্রাম্মনবাড়িয়া থেকে ছেরে আসা গাজা ভর্তি ট্রাকটির গতিরোধ করে আটক করা হয়। ট্রাক থেকে ৬০ কেজি গাজা উদ্ধার, ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত গাজা ও ট্রাকসহ গ্রেপ্তারকৃতদের মির্জাপুর থানায় সোপর্দ করা হয়েছে। মাদক আইনে মামলা হয়েছে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।