বেনাপোল সীমান্ত ইয়াবা সহ মোটরভ্যান আটক-১

শার্শা(যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮ | ৩৮১

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরভ্যান সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন গোগা বটতলা গ্রামে অভিযান চালিয়ে ৩৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরভ্যান সহ মোঃ শহিদুল ইসলাম(২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটক শহিদুল ইসলাম ভবের বের গ্রামের মোঃ হযরত আলীর ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোগা সীমান্তে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামী ও মাদকদ্রব্য শার্শা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 /সাগর হোসেন