নীলফামারী ৪ এ মনোনয়ন কিনলেন নাফিউল করিম নাফা


একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাফিউল করিম নাফা।
৯ নভেম্বর শুক্রবার বিকেলে আওয়ামীলীগের সভানেত্রীর কার্যালয় ধানমন্ডি ৩/এ নেতাকর্মী নিয়ে নৌকা প্রতীক চেয়ে দলীয় মনোনয়পত্র সংগ্রহ করেন। দলীয় মনোনয়ন পত্র সংগ্রহকালে নাফিউল করিম নাফা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে সেই ছাত্র অবস্থা থেকে ছাত্রলীগের রাজনীতির মধ্যদিয়ে আওয়ামীলীগের রাজনীতি শুরু করি।
বিভিন্ন পর্যায় থেকে নীলফামারীর উন্নয়নে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি। বিভিন্ন সামাজিক সংগঠন ও কাজের সাথে আমি জরিত, তাই নৌকা প্রতীক পেলে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সৈয়দপুর-কিশোরগঞ্জের মানুষ আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।
তিনি আরো জানান, দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি, মনোনয়ন না পেলেও জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে তার সাথে কাজ করে এবং নৌকা প্রতীককে জয়ী করতে তার সর্বাত্বক চেষ্টা অব্যহত থাকবে।