স্বাস্থ্যবিধি না মানায় ১৯ জনকে জরিমানা ও মাস্ক বিতরণ


টাঙ্গাইলের নাগরপুরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ আগষ্ট) দুপুরে নাগরপুর সদর বাজারের বিভিন্ন দোকানসহ পথচারীদের মাঝে মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।
মুখে মাস্ক না পড়া ও সামাজিক দুরত্ব না মানায় ভ্রাম্যমান আদালত দন্ডবিধি ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্য করায় ১৯ জনকে ৩২০০ টাকা জরিমানা করেন। সেই সাথে যে সকল পথচারী মাস্ক ব্যবহার করেনি তাদের মধ্যে মাস্ক বিতরন করেন।
নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, জনস্বার্থে এখন থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।