কালিহাতীতে প্রকাশ্যে হাতের কব্জি কেটে নিলো দৃর্বত্তরা


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি বাজারে রেলক্রসিং পার হওয়ার সময় গোহালিয়াবাড়ি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে আমিনুরের কব্জি প্রকাশ্যে কেটে নিয়ে গেছে স্থানীয় দুর্বত্তরা।
জানা যায়,গত ২৫ অক্টোবর আমিনুর গোহালিয়াবাড়ি বাজার থেকে কাচা বাজার করে নিয়ে বিকালে রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ করে পিছন থেকে স্থানীয় সোহেল মন্ডল,শফি মন্ডল ও হুরমুজ মন্ডল মাথায় আঘাত করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী কুপাতে থাকে। এক পর্যায় আমিনুরের হাতের কব্জি কেটে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা উদ্বার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়।
এরপর গত ২৭ তারিখে টাঙ্গাইলের কালিহাতী থানায় আমিনুরের পিতা শাহজাহান মন্ডল বাদী হয়ে মামলা দায়ের করেন।
এবিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক বলেন,এবিষয়ে থানায় একটি মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।