টাঙ্গাইল-৫ আসনে প্রতিদ্বন্দিতাকারী
প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান


‘অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর রবিবার বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে সুশাসনের জন্য নাগরিক (সুজনের) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুশাসনের জন্য নাগরিক (সুজনের) টাঙ্গাইল কমিটির সভাপতি খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে অংশ নেয় আওয়ামী লীগ প্রার্থী ছানোয়ার হোসেন (নৌকা), বিএনপির প্রার্থী মাহমুদুল হাসান (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী সফিউল্লাহ আল মুনির (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী খন্দকার ছানোয়ার হোসেন (হাত পাখা), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আবু তাহের (আম), বিএনএফ প্রার্থী শামীম আল মামুন (টেলিভিশন)। সুশাসনের জন্য নাগরিক (সুজনের) টাঙ্গাইল কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফের সঞ্চালনায় শপথ বাক্য পাঠ করান সহ-সভাপতি হারুন-অর-রশিদ।
প্রায় দুই ঘন্টা ব্যাপী নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থী ও সাধারণ জনতার সাথে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।