মির্জাপুরে বল আনতে পুকুরে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


টাঙ্গাইলের মির্জাপুরে বল আনতে পুকুরে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৭ বছরের শিশু আকাশের। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধায় পৌর এলাকার শ্রীহরি পাড়া গ্রামে। আকাশ শ্রীহরি পাড়ার গনেশ চন্দ্র দাসের ছেলে।
আকাশের পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশের এক ক্ষেতে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায় আকাশ। খেলার এক পর্যায় বলটি পাশের পুকুরে পড়ে যায়। সবাই চলে গেলে আকাশ বল তুলতে পুকুরে নামে।
এদিকে সন্ধে হলে আকাশ বাড়ি না ফেরায় আশাপাশে বিভিন্ন জায়গায় তাকে খুজতে থাকে বাড়ির লোকজন। হঠাৎ বাড়ির পাশের পুকুরে বল ভাসতে দেখে কিন্তু আকাশকে দেখা যাচ্ছিলোনা। ফায়ার সার্ভিসে খবর দিয়ে পরিবারের লোকজন পুকুরে আকাশকে খুজতে থাকে। এক ঘন্টারও অধিক সময় পর আকাশকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করেন।
/শামসুল ইসলাম সহিদ