সখীপুরে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময়

সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১২ পিএম, সোমবার, ৫ নভেম্বর ২০১৮ | ৪৩২

টাঙ্গাইলের সখীপুরে শেখ হাসিনা সরকারের ১০ বছরের উন্নয়নের বিভিন্ন দিক প্রচার করতে উপজেলা সনাতন ধর্মালম্বীদের সাথে জেলা পরিষদ সদস্য গোলাম কিবরিয়া বাদলের এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী নরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাদল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর সাবেক সভাপতি শাকিল আনোয়ার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফজলুল হক বাপপা, সখীপুর ইউসিসিএ লি: ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, উপজেলা অনুভব সমাজ কল্যাণ সমিতির সভাপতি দিনেশ মন্ডল, কেন্দ্রিয় মন্দিরের সভাপতি পতিত পাবন ঘোষ, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান রবীন্দ্র কুমার বর্মণ, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিরঞ্জন চন্দ্র বিশ্বাসসহ উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।