বাসাইলের কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৭ পিএম, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ | ১২৫
টাঙ্গাইলের বাসাইলের কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে ও ওই বিদ্যালয়ের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 
 
এসময় কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা আক্তার, সহকারী শিক্ষক মুনসুর হেলাল মিঞা, জাকির হোসেন, নুরুর রহমান সজল, জাহিদা খানম, জয়া আক্তার, চাঁদ রেখা আক্তারসহ ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 
 
এসময় দোয়া মাহফিল পরিচালক করেন ভোলা মুন্সি।