বেনাপোলে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৫ পিএম, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮ | ৫২৫

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৮০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ২১ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে বেনাপোল পুটখালী ক্যাম্পের টহল দল পুটখালী গ্রামস্থ মসজিদ বাড়ী পোষ্টের লেবু বাগানের মধ্য থেকে মোঃ রানা হোসেন(২২)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক রানা বেনাপোল বালুন্ড গ্রামের মোঃ হারুন অর রশিদের ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিওপি’র টহল দল পুটখালী গ্রামে অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক করেন। আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।