যুব দিবস উপলক্ষে কালিহাতীতে চারা বিতরণ

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৩ পিএম, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮ | ৪৮১

“ জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী,আলোচনা সভা, যুবঋণের চেক প্রদান,সনদপত্র ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন কর্মকর্তা শাহ্জাহান রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা এম.ডি. ফারুক আহম্মেদ, স্ব উদ্যোগ কালিহাতীর নির্বাহী পরিচালক দিলীপ কুমার সাহা, নিজেরা শিখি-নিশি কালিহাতীর নির্বাহী পরিচালক আজহার আলী প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন সিএস মনিরুজ্জামান খান তুহিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রুস্তম আলী।