ধনবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালন


“ভোটার হয়ে ভোট দেব-দেশ গড়ায় অংশ নেব” এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে সকালে বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
ধনবাড়ী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা,উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাচন অফিসার করুনা সিন্দু , সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহীপ্রকৌশলী জয়নুল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, মাইটিভির সাংবাদিক হাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি স.ম জাহাঙ্গীর আলম সহ উপজেলার সকল কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র্যালীতে অংশ নেন।