বেনাপোলের শিকড়ী সীমান্ত থেকে ৬৫০ বোতল ফেন্সিডিল আটক

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮ | ৪৮১

যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ৬৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো পাচারকারীকে আটক যায়নি।

বিজিবি জানায়, শনিবার (২৭ অক্টোবর) ভোরে বেনাপোল-পুটখালী সড়কের শিকড়ি ইটভাটার পাশ থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়। বেনাপোল সীমান্ত পথে মাদকের একটি চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারকারীদের ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে বস্তা থেকে ৬৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের শিকড়ী সীমান্ত থেকে ৬৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্য ব্যাটালিয়নে জমা দেওয়া হবে।

এমএমআর/নাজমুল হোসেন