চাকরিতে প্রবেশের

বয়সসীমা ৩৫ করার দাবিতে ফের শাহবাগে অবস্থান শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৯ পিএম, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮ | ৫৩৫

সরকারি  চাকরিতে প্রবেশের বয়স ৩৫ এর দাবিতে রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সারাদেশে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা।

আজ শনিবার দুপুরে সাধারণ শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন। শিক্ষার্থীদের দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করতে হবে।তারা একটি বিক্ষোভ মিছিলসহ শাহবাগ থেকে প্রেসক্লাবে যায়। সেখান থেকে ঘুরে আবারও শাহবাগ মোড়ে এসে বসে পড়ে।

সকাল থেকে অনেক শিক্ষার্থী জমা হয়ে তাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে ৩৫ এর দাবিতে অবস্থান করা হেলাল উদ্দিন নামের এক শিক্ষার্থী জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার জন্য আমরা দাবি করে আসছি সরকারের কাছে। এটা আমাদের যৌক্তিক দাবি। বিশ্বের ১৬২টি দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ এর বেশি। সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে বলে আমরা আশা করি।

 আরও বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, তারা তাদের দাবি আদায়ে রাজপথে থাকবেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৫০০ জনের মতো শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রয়েছেন। শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় যান চলাচল এই রুটে বন্ধ রয়েছে।

এমন দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে গত ১৪ অক্টোবর আন্দোলনের নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।