টাঙ্গাইলে পূজারীদের সাথে আ.লীগ নেতার শুভেচ্ছা বিনিময়


হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘দুর্গাপূজা’ নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার গয়হাটায় তার নিজ বাস ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু। উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক লক্ষ্ণী কান্ত সাহা, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম অপু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বেকড়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, মামুদনগর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য স্বপন কুমার সাহা। এ সময় উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের পূজারীবৃন্দসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আহসানুল ইসলাম টিটু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার, আজ তাঁর সে স্বপ্নকে বাস্তবায়ন করছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা নির্বিঘ্নে আপনাদের উৎসব পালন করুন, কারণ আপনাদের পাশে আছে মমতাময়ী নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।