ইরান-পাকিস্তান সীমান্তে
ইরানি সীমান্ত বাহিনীর ১৪ জন অপহরণ


ইরান-পাকিস্তান সীমান্তে ইরানি সীমান্ত বাহিনীর ১৪ জনকে অপহরণ করা হয়েছে। এমনটাই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে ইরানের এক আধিকারিক। মঙ্গলবার ওই রক্ষীদের অপহরণ করা হয় বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সংবাদ এই খবর প্রকাশ্যে আনলেও নাম প্রকাশ করা হয়নি ওই অফিসারের নাম।
ওই আধিকারিক জানিয়েছেন, “লুলাকদান সীমান্ত এলাকায় ভোর ৪ট-৫টার দিকে এই ১৪ জনকে অপহরণ করা হয়েছে,”
অপহরণকারীরা একটি জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছেন তিনি, তবে বিস্তারিত আর কিছু জানাননি। লুলাকদান ইরানের সিস্তান ও পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমান্তের একটি এলাকা।