অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা সংসদের দক্ষিণ প্লাজায়

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:১৮ এএম, শনিবার, ২৪ আগস্ট ২০১৯ | ৪৩১

ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) একাংশের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা ও শ্রদ্ধা নিবেদন আজ শনিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। পরে সেখান থেকে নেওয়া হবে ধানমণ্ডি হকার্স মার্কেটে দলীয় কার্যালয়ের সামনে।

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টায় মোজাফফর আহমদের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর বাদ জোহর বায়তুল মোকাররমে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে অধ্যাপক মোজাফফরের মরদেহ নেওয়া হবে কুমিল্লায় তাঁর নিজের এলাকায়।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

গতকাল শুক্রবার রাতে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন মোজাফফর আহমদের প্রথম জানাজা ও শ্রদ্ধা নিবেদন শনিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

এই ত্যাগী রাজনীতিকের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী এক শোক বিবৃতিতে অধ্যাপক মোজাফফর আহমদের দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকার কথা স্মরণ করেন।

আগামীকাল রবিবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলা নিজ গ্রামে অধ্যাপক মোজাফফর আহমদের  দাফন সম্পন্ন করা হবে।