চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮ | ৪৩৫

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আজ সোমবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ (৪৫) পাশের আকন্দবাড়িয়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, আজ সোমবার দুপুরে আব্দুল মজিদ মটরসাইকেলযোগে নিজ বাড়ি আকন্দবাড়িয়া গ্রামে যাচ্ছিলেন। এসময় বিপরীতমুখী একটি ট্রাকের সাথে ধাক্কা লেঘে রাস্তায় পড়ে যান তিনি। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।