টাঙ্গাইলের সন্তোষে ন্যাপ ভাসানীর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৭ পিএম, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ | ৪২৭

টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিষ্ঠিত দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানীর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হাসরত খান ভাসানীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় ন্যাপ ভাসানীর মহাসচিব খালেদ শাহরিয়ার, বরিশাল ন্যাপ ভাসানীর সাংগঠনিক সম্পাদক ইউনুস নাজির, যুগ্ম-মহাসচিব মোঃ আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ডা. আব্দুল করিমসহ অন্যান্য নেত্রীবৃন্দ সাথে ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে দেশ-জাতি ও ন্যাপ ভাসানীর অন্যান্য সদস্যদের কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।