শৈলকুপায় অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ সংবাদাতা
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮ | ৪৭০

ঝিনাইদহের শৈলকুপায় মাঠ থেকে অজ্ঞাত যুবকের (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ত্রিবেনী ইউনিয়নের দুলালপুর ভাল্ব ষ্টেশনের পার্শ্ববর্তী মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে দুলালপুর ভাল্ব ষ্টেশনের পার্শ্ববর্তী মাঠে ক্যানেলের ধারে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে কৃষকরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুরাতহাল শেষে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠায়। এখন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি।

তবে মৃতদেহের মাথায়, দু’পায়ে ও শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়। মৃতদেহের মাথার দুই দিক থেকে দুইটি বিষের বোতল ও পাশ থেকে একটি বাইসাইকেল উদ্ধার করে পুলিশ।

রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এস,আই ইকবাল কবির জানান, অজ্ঞাত মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এটি হত্যা না আত্মহত্যা পুলিশ তা খতিয়ে দেখছে।