মির্জাপুরের ইউএনও ইসরাত সাদমীনকে বিদায়

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৪ পিএম, বুধবার, ১০ অক্টোবর ২০১৮ | ১১৩৩

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পদায়ন হওয়ায় মির্জাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তাকে বিদায় জানানো হয়।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান এস এম মোজাহিদুল ইসলাম মনির, মির্জাপুর সরকারি কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

২৮ তম বিসিএস এর কর্মকর্তা ইসরাত সাদমীন ২০১৭ সালের ১০ জানুয়ারী মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। মির্জাপুরে এক বছর দশ মাস সুনামের সাথে দায়িত্ব পালন শেষে কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তার পদায়ন হয় বলে সভায় জানানো হয়।