ডিবি প্রকল্পঃ অবৈধভাবে মাটি কেটে গর্ত ভরাট!

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশিত: ০৪:২৮ পিএম, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ | ৩৯২
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদী গাংপাড়া এলাকায় একটি গর্ত ভরাট প্রকল্পে বংশী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। 
 
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বলিয়াদী বকশি বাড়ি এলাকায় একটি গর্ত ভরাটে এডিপি প্রকল্পের সে শাহ কামাল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গর্ত ভরাট এর জন্য সাথেই বয়ে যাওয়া উপজেলার ঐতিহ্যবাহী বংশী নদী থেকে মাটি উত্তোলন করছে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। 
 
সরেজমিনে দেখা যায়, বর্ষার মৌসুমে পানি প্রবাহে নদীর পাশে কয়েকটি বাড়ির মোহনায় একটি গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে হুমকির মুখে পড়েছে নদীর পাড়ের বাড়িগুলো ও সাথের একটি রাস্তা। ওই গর্ত ভরাট এর জন্য এডিপি প্রকল্পের এক লক্ষ আটানব্বই  হাজার টাকার একটি টেন্ডার হয়। টেন্ডার ভিত্তিতে শাহ কামাল এন্টারপ্রাইজ নামের ওই ঠিকাদারি প্রতিষ্ঠান মাটি ভরাটের জন্য পাশের নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছে। যার ফলে গর্তের পাশেই নদীতে বড় আরো একটি গর্তের সৃষ্টি হয়েছে। আবারো বর্ষার মৌসুমে পানি প্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। 
 
এ ব্যাপারে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার ওমর ফারুক বলেন, আমি শাহকামাল এন্টারপ্রাইজের ইঞ্জিনিয়ার হিসেবে তাদের সকল কাজ দেখাশোনা করি এখানে ভরাটের কাজ এই স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার এর সাথে কথা বলে কাজ করছি। 
 
শ্রীফলতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন বলেন, আমি কাজের ব্যপারে জানিই না। সকালে হঠাৎ করে দেখি কাজ শুরু করেছে। 
 
গর্ত ভরাট এর ব্যাপারে উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল বলেন, ওই কাজটি সম্পর্কে আমি অবগত নই। আমি তদন্ত করে দেখছি, কোন অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।