বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট আটক

মোঃ নাজমুল হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৮ পিএম, বুধবার, ১০ অক্টোবর ২০১৮ | ৫৯২

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সদস্যরা বুধবার দুপুরে গয়ড়া পাকা রাস্তা উপর অভিযান চালিয়ে এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছয় শত চল্লিশ পিস ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট আটক করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি। যার মূল্য ৩৬ লক্ষ টাকা বলে বিজিবি জানান।

বিজিবি জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান সেনেগা ট্যাবলেট এনে যশোরে নেওয়া উদ্দেশ্য গয়ড়া পাকা রাস্তা উপর অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে বিআইপি এফএস নায়েক নূরুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ভারতীয় এ সেনেগা আটক করেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান, আটক সেনেগ্রা ট্য মূল্য ৩৬ লাখ টাকা সিজার দেখিয়ে বেনাপোল কাস্টমসে জমা দেওয়ার হবে বলে জানিয়েছেন ।