২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে

ঝিনাইদহে আওয়ামী লীগের র‌্যালি ও সমাবেশ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২০ পিএম, বুধবার, ১০ অক্টোবর ২০১৮ | ৪৯৬

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদন্ডাদেশ ও তারেক রহমান ও হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়ায় ঝিনাইদহে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার দুপুরে শহরের পোষ্ট অফিস মোড় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রাচত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সে সময় ক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেওয়ার মধ্যে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তারা দ্রæত এ রায় কার্যকরের দাবি জানান।