ঐশ্বর্যকে নিয়ে যা বললেন সালমান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:০৩ পিএম, বুধবার, ১০ অক্টোবর ২০১৮ | ৪১৩

‘মি টু ক্যাম্পেইন’ নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা বলিউড জুড়ে। কখনও অভিযোগ উঠছে নানা পাঠেকরের বিরুদ্ধে, আবার কখনও ধর্ষণ অভিযোগের নিশানায় অলোকনাথ। আবার কখনও পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে একসঙ্গে ফুঁসে উঠছেন ৩ অভিনেত্রী। সবকিছু মিলিয়ে বলিউডে যৌন হেনস্থা নিয়ে এবার সরব হতে শুরু করেছেন একাধিক অভিনেত্রী। আর এসবের মধ্যে ভাইরাল হল সালমান খানের একটি পুরনো ভিডিও ক্লিপ। যা নিয়েও বেশ জল্পনা শুরু হয়েছে।

বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে। ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সালমান খানের বিচ্ছেদের পর বলিউডে জোর শোরগোল শুরু হয়। রাই অভিযোগ করেন, সালমান নাকি তাঁকে মারধর করেছেন। এমনকী, সালমানের মারের দাগ তাঁর পিঠ থেকে মিলিয়ে যায়নি বলেও সংবাদমাধ্যমের সামনে ফুঁসে ওঠেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

ঐশ্বর্যের ওই অভিযোগ নিয়ে যখন তোলপাড় হয়ে যায় বলিউড, সেই সময় একটি সাক্ষাতকারে হাজির হন সালমান খান। ঐশ্বর্য যে অভিযোগ করছেন, তা কতটা সত্যি বলে জিজ্ঞাসা করা হয় ‘ভাইজান’-কে। যার উত্তরে প্রথমে হেসে ফেলেন তিনি। এরপর বলেন, তিনি যদি ঐশ্বর্যর গায়ে হাত তুলতেন, তাহলে তাঁর প্রাক্তন বান্ধবী শারীরিকভাবে সুস্থ থাকতে পারতেন না।

শুধু তাই নয়, এর আগে প্রভু চাওলা নামে এক সংবাদিকও তাঁকে এই একই প্রশ্ন করেছিলেন। যার উত্তরে সালমান বলেন, প্রভুর প্রশ্নে তিনি এত জোরে সামনে থাকা টেবিলের উপর আঘাত করেছিলেন যে সংশ্লিষ্ঠ সাংবাদিক কেঁপে উঠেছিলেন। সেই উদাহরণ টেনে সলমন স্পষ্ট ইঙ্গিত দেন, তিনি যদি সত্যিই ঐশ্বর্যর গায়ে হাত তুলতেন, তাহলে তাঁর বেঁচে থাকা সম্ভব হত না। সালমান খানের এই ভিডিও প্রকাশ্যে আসার পরই হু হু করে তা ভাইরাল হয়ে যায়। ঐশ্বর্য সম্পর্কে সালমান কীভাবে এই ধরনের ‘নির্লজ্জ’ মন্তব্য করতে পারেন, তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।

এদিকে সম্প্রতি নানা পাঠেকর এবং তনুশ্রী দত্তের বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয় সালমান খান-কে। উত্তরে সালমান বলেন, তিনি বিষয়টি সঠিকভাবে জানেন না। তবে যদি এই ধরনের কোনও ঘটনা ঘটে থাকে, তা অনুচিত। ফলে আইন আইনের পথে চলবে বলেও মন্তব্য করেন সালমান খান।