‘সাকিব-তামিমের জায়গায় নতুন কাউকে খেলতেই হবে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৩ এএম, বুধবার, ১০ অক্টোবর ২০১৮ | ৪৬৫

২০১৯ বিশ্বকাপের আগে বেশ কিছু ম্যাচ আছে বাংলাদেশের। এ বছর ঘরের মাঠে জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে টাইগাররা। এরপর নতুন বছরে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড সফর।

সাকিব আল হাসান ও তামিম ইকবাল সহ কয়েক জন সিনিয়র খেলোয়াড়ের ইনজুরি সমস্যা। তাই আসন্ন জিম্বাবুয়ে সিরিজে তরুণদের বেশি সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। যারাই সুযোগ পাক, বিশ্বকাপের আগে দল গুছিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আগামী বছরের ৩০ মে থেকে ১৪ জুলাই ইংল্যান্ডে বসবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর।

মঙ্গলবার বোর্ড সভাপতি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সাকিব-তামিমের জায়গায় নতুন কাউকে তো খেলাতেই হবে। পরীক্ষা-নিরীক্ষা যা দরকার বিশ্বকাপের আগেই করা হোক। বিশ্বকাপের পর এশিয়া কাপ আছে। এই দুই টুর্নামেন্টে পরীক্ষা-নিরীক্ষার কোনও সুযোগ নেই।’

আঙুলের চোটের কারণে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে। বিশ্বসেরা অলরাউন্ডারের অনুপস্থিতিতে টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব কে পালন করবেন? এমন প্রশ্নে নাজমুল হাসানের উত্তর, ‘এ বিষয়ে আমরা শিগগিরই সিদ্ধান্ত নেবো। দেখি কী করা যায়!’

আগামী ৫ জানুয়ারি বিপিএল শুরু হওয়ার কথা। বোর্ড প্রধান জানিয়েছেন,  ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হলেও বিপিএল পেছানোর তেমন সম্ভাবনা নেই, ‘আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করবো না। জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বিপিএল কিছু দিন পেছানো হয়েছে। এক-দুই দিন পর হয়তো বিপিএল শুরু হবে, কিন্তু নির্বাচনের জন্য আটকে থাকবে না।’