নাগরপুরে দুইজনের মরদেহ উদ্ধার


টাঙ্গাইলের নাগরপুরের গোখাদ্য (খড়) আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে বিএ অনার্স পড়ুয়া এক যুবতীর মৃত্যু হয়েছে। নিহত যুবতী আতিয়া আক্তার (২২) ধুপটিয়া গ্রামের আদর আলীর মেয়ে। সে মানিকগঞ্জের একটি কলেজে বি এ অনার্স এ অধ্যায়নরত।
অপর উপজেলার বাবনাপাড়া গ্রাম থেকে স্বপন কর্মকার (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, ১৬ নভেম্বর সোমবার ভোরে নিজ বাড়িতে গো-খাদ্য খড় আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় আতিয়া আক্তার (২২)। ভোরে নদীতে মাছ ধরতে যাওয়া এক সৌখিন মৎস শিকারী খরের গাদার সামনে তাকে পরে থাকতে দেখে সবাইকে খবর দেয়। খবর পেয়ে তার পরিবার ও এলাকাবাসী ঘটনাস্থলে এসে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে।
আতিয়ার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেহেনা খান ও কবির হোসেন। তারা জানান, আতিয়া ছোটবেলা থেকেই খুব ভালো ছাত্রী ছিলো। তার এই অকাল মৃত্যু মেনে নেয়া যায় না।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান আনিস।
অপরদিকে অপরদিকে একই উপজেলার বাবনাপাড়া গ্রাম থেকে প্লাস্টিকের রশি পেঁচানো স্বর্ণ কারিগর স্বপন কর্মকার (৫০) এর মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত স্বপন কর্মকার ওই গ্রামের প্রয়াত দিনেশ কর্মকারের ছেলে।
পুলিশ জানায়. সকাল তার দোকানে লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নিহতের প্লাস্টিরে রশি পেঁচানো ছিল।
সত্যতা নিশ্চিত করে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান আনিস বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত রহস্য জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।