গোপালপুরে ভূমি সপ্তাহ উদযাপন 

 গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩১ পিএম, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ | ৩৯১
ভূমি সেবা ডিজিটাল বদলে যাবে দিনকাল এই প্রতিপাদ্যকে সামনে রেখে, টাঙ্গাইলের গোপালপুরের ভূমি সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।  র‌্যালি টি উপজেলা পরিষদ হল রুমের সামনে থেকে শুরু হয়ে উপজেলার চত্বর প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে গিয়ে শেষ হয়।
 
বৃহস্পতিবার (১৯ মে) সকালে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় ও উপজেলা ভূমি অফিস এর আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক এর সভাপতিত্বে, অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপস শীল, তথ্য বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার  প্রমুখ