নন্দীগ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কলেজপাড়া সোনার বাংলা সমবায় সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নন্দীগ্রাম মুনসুর হোসেন ডিগ্রী মাঠে কলেজপাড়া সোনার বাংলা সমবায় সমিতির সভাপতি মো: জাকোয়ান হোসেনের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় এমপি একেএম রেজাউল করিম তানসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান কামরুল, কমিউনিটি পুলিশিং নন্দীগ্রাম শাখার সাধারন সম্পাদক ও বিশিষ্ঠ সমাজ সেবক ফজলুল হক কাশেম, বিশিষ্ঠ সমাজ সেবক নাজির হোসেন, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: ফজলুর রহমান, অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন অত্র সমিতির সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, ক্লাবের সদস্য রাসেল, পায়েল, হৃদয়, আতিক, করিম, ইসরাফিল প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি ফিরোজুর রহমান ফিরোজ। খেলায় নীলগীরি ভ্রমন সমিতি একাদশকে ১-০ গোলে হারিয়ে সূর্য তরুন ফুটবল ক্লাব একাদশ বিজয়ী হয়।
এর আগে উপজেলার ছোট চাঙ্গুইর গ্রামে ৫২টি পরিবার ও মধুকুড়ি গ্রামের ৮৪টি পরিবারের মাঝে নতুন বিদ্য্যু সংযোগের উদ্বোধন করেন এমপি একেএম রেজাউল করিম তানসেন।