আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১২ পিএম, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮ | ৪২৫

দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ডের মাটিতেও টেস্ট সিরিজে হার টিম ইন্ডিয়ার। পাঁচ টেস্টের সিরিজে ৪-১ এ ব্রিটিশদের কাছে পর্যুদস্তু বিরাটবাহিনী। কিন্তু তার পরেও আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল ভারত।

বিরাট কোহলির দলকে হারিয়ে ক্রম তালিকায় চার নম্বরে উঠে এল জো রুটের ইংল্যান্ড। অ্যাসেজে ০-৪ হারের পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে নেমে গিয়েছিল ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ৯৭ রেটিং পয়েন্ট ছিল ইংল্যান্ডের। অন্যদিকে এক নম্বরে থাকা টিম ইন্ডিয়ার রেটিং পয়েন্ট ছিল ১২৫।

ভারতের বিরুদ্ধে সিরিজে চারটি টেস্ট জিতে ৮ পয়েন্ট সংগ্রহ করে ইংল্যান্ডের বর্তমানে রেটিং পয়েন্ট হল ১০৫। ফলে নিউজিল্যান্ডকে পাঁচ নম্বরে সরিয়ে চার নম্বরে উঠে এল ইংল্যান্ড। রুটদের কাছে চার টেস্টে হারের পর কোহলিরা ১০ পয়েন্ট হারালেন। বর্তমানে ভারতের রেটিং পয়েন্ট ১১৫।

 
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। সেখানে পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে কোহলি ব্রিগেডের কাছে। কিন্তু ২০১৮-১৯ মরশুমে টেস্টের এক নম্বর জায়গা ধরে রাখতে হলে অস্ট্রেলিয়ায় সিরিজ জিততেই হবে ভারতকে। নভেম্বরে অস্ট্রেলিয়ায় গিয়ে চার টেস্টের সিরিজ খেলবে বিরাটরা।