গোপালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্র নিহত


টাঙ্গাইলের গোপালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ররিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম খোকন তালুকদার (২২)। সে উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামের বাদশা তালুকদারের ছেলে ও হেমনগর ডিগ্রি কলেজের (ডিগ্রি ফাইনাল বর্ষের) ছাত্র।
খোকনের চাচাতো বোন শাহিনা বেগম জানান, রবিবার সকালে খোকন নিজ বাড়ির পাশে আমলক্ষী গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। জানা গেছে তিন ভাই বোনের মধ্যে ছেলেটি সবার ছোট ।
কলেজ ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়ায়, এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷ তাকে পারিবারিক গোরস্থানে জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে৷