টাঙ্গাইলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, বুধবার, ১৮ জুলাই ২০১৮ | ৭৪৯

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল।

তিনি তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীসহ সকলের সমন্বিত প্রচেষ্টা দরকার। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঠীকভাবে স্বচ্ছতার সহিত কাজ করার নির্দেশ দেন।

এছাড়া তিনি টাঙ্গাইলের একটি উপজেলায় সন্ত্রাস, মাদক এবং বাল্যবিবাহ মুক্ত গ্রাম করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। তিনি সভায় তাৎক্ষনিক জেলা প্রশাসককে প্রধান করে সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মতাদের নিয়ে একটি দুর্যোগ মোকাবেলা কমিটি গঠন করেন। যে কমিটি দুর্যোগকালীন সময়ে দুর্যোগ প্রবণ এলাকা পরিদর্শন করবে এবং দুর্যোগ মোকাবেলায় সকল কিছু প্রস্তুত আছে কিনা সেইসব বিষয় পর্যবেক্ষণ করবে।

এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামিমা হক, মো. মোহসিন এবং যুগ্ম সচিব ইউসুফ আলী। এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সুব্রত কুমার সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. খোরশেদ আলম এবং প্রেস ক্লাবের সভাপতি এড. জাফর আহমেদ প্রমুখ।

এসময় বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং সরকারের বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।