গৃহ বধুকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার চেষ্টা


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী গ্রামে ৮ অক্টোবর রোববার সকালে শিরিন আক্তার (৩৫) নামের এক এক গৃহবধূকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছে।
জানা যায়, উপজেলার পৌলী গ্রামে ট্রাক ড্রাইভার স্বামী বজলুর রহমান ভোলার সাথে গৃহবধু শিরিন আক্তারের যৌতুক সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে ওই গৃহবধু কালিহাতী থানার স্বামী ভোলার বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা একাধীকবার মিমাংসা করার চেষ্টা করেও ব্যর্থ হয়।
ওই ঘটনার ধারাবাহিকতায় রোববার (৮ অক্টোবর) সকালে ওই গৃহবধুর ননদ ভানু বেগম, রেহানা আক্তার, ভাসুর আব্বাস আলীসহ ১১/১২ জন মিলে পরিকল্পিতভাবে ওই গৃহবধুকে বিভিন্নধারালো অস্ত্র দিয়ে ঘরের খুটির সাথে বেধে হাত এবং পাঁয়ের রগ কেটে দেয়।
এক পর্যায়ে তারা গৃহবধু শিরিনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে মুমুর্ষ আহত অবস্থায় ওই গৃহবধুকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করে।
গৃহবধুর ছেলে শিহাব জানান, এ বিষয়ে মামলা করার প্রক্রিয়া চলছে।