ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ৪ জন এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রবিবার সকাল ৭টার দিকে উপজেলার মালিহাতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সরাইল বিশ্বরোড় হাইওয়ে থানার ওসি ইউনুস মিয়া।
নিহতরা হলেন বাসচালকের সহকারী হবিগঞ্জ জেলার শামসু মিয়ার ছেলে মমিন মিয়া (৪০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার তৈয়ব আলীর ছেলে শহিদ উদ্দিন (৩৮), আশুগঞ্জের পারভিন (৩৫) ও নূরনবী (তিন মাস)।
আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে ওসি ইউনুস বলেন, 'সকালে অগ্রদূত পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে হবিগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসের চার যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে জানান তিনি।