টাঙ্গাইলে ১৮ পিস ইয়াবাসহ ১১ জন গ্রেফতার

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:২৬ এএম, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮ | ৪৮৪

টাঙ্গাইলে ১১ জন আসামীকে ১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব । সোমবার (৯ জুলাই) পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান ও এম. এ করিম তাদেরকে দণ্ডাদেশ দেন।

আটককৃত আসামীগণকে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ২৬ ধারায় অপরাধ করায় আটককৃত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইল সদরের গারাইলের মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ নুর ইসলাম (২২), টাঙ্গাইল সদরের কচুয়া ডাঙ্গার আমির মিয়ার ছেলে মোঃ শাহাদাত (২৫) , সদরের সন্তোষ এলাকার মৃত ইনসু মিয়ার ছেলে মোঃ সোহেল (২২),সদরের সন্তোষ এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. নাজিম (৪০), সাবালিয়ার মো. সেকান্দার মিয়ার ছেলে মো. মনিরুল ইসলাম (৩০), কাগমারী গ্রামের মৃত সামছুল হকের ছেলে মো. মনিরুজ্জামান (৪০), সাবালিয়ার মৃত মুক্তার আলীর ছেলে মো. মোশারফ হোসেন (৩৮), কালিহাতী উপজেলার মসাজান গ্রামের মো. গফুর আলীর ছেলে মো. রফিক (৩৮), একই গ্রামের মৃত হাসেমের ছেলে মো. হাকিম উদ্দিন (৪০), উপজেলার হিজুলী গ্রামের মো, তোতা মিয়ার ছেলে মো. সোনা মিয়া (৩৫), ও উপজেলার এলেঙ্গা দঃপাড়ার মৃত সেকান্দার আলীর ছেলে মো. রিপন (৩২)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান ও এম. এ করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ মাদক সেবীকে গ্রেফতার করে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদের মধ্যে থেকে দুই জনকে অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও তারা জানান।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম জানান, সোমবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ মাদকসেবীকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে দণ্ড দেওয়া হয়।

র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এমএমআর